২০ শতাংশ কমে শেয়ার ইস্যু করবে ওয়ালটন

৯ জুন, ২০২০ ১৪:৫৫  
এবার কাট-অব প্রাইসের ২০ শতাংশ কমে শেয়ার ইস্যু করতে যাচ্ছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। একইসঙ্গে শেয়ার কেনা নিয়ে কেউ যেন ভীত না হন সে জন্য শেয়ার হাত বদলের সময় মূল্যপতন ঘটলে ৫ শতাংশ বেশি মূল্য দিয়ে ওই শেয়ার কিনে নেবে কোম্পানিটি। করোনায় পর্যুদস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা ও বাজার উন্নয়নের স্বার্থে এই পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়ালটনের নির্বাহী পরিচলক উদয় হাকিম। তিনি জানান, মূলত শেয়ারসমূহ কম মূল্যে ইস্যু করতে বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ার ইস্যুর সংশ্লিষ্ট ধারা হতে অব্যাহতি প্রদানের জন্য পরিচালনা পর্ষদ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত রোববার (৭ জুন) কোম্পানি কর্তৃপক্ষ পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে আবেদন করেছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই আবেদন কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। জানাগেছে, কাট-অব প্রাইসে নির্ধারিত শেয়ারের চেয়ে আরও ১ লাখ, ৬৯ হাজার ৬৭৬ টি বেশি শেয়ার ইস্যু করতে যাচ্ছে এই দেশী ইলেকট্রনিক টেক জায়ান্ট। বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তিতে প্রক্রিয়াধীন কোম্পানি ওয়ালটন গত ২ থেকে ৫ মার্চ পর্যন্ত নিলাম (বিডিং) উত্থাপন করে। দেশে সর্বপ্রথম ডাচ পদ্ধতিতে বিডিংয়ের মাধ্যমে কোম্পানিটির শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারণ করা হয় ৩১৫ টাকা। আইন অনুসারে, কাট-অব প্রাইসের চেয়ে ১০ শতাংশ কমে অর্থাৎ ২৮৩ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির শেয়ার ইস্যু করা হবে। তবে কোম্পানির আবেদন অনুমোদন পেলে কাট-অব প্রাইসের ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ কমে ২৫২ টাকা দরে শেয়ার ইস্যু করা হবে। সেক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৫২ টাকার বিপরীতে ১৫ লাখ ৪৮ হাজার ৯৭৬টি শেয়ার ইস্যু করে মোট ৩৯ কোটি ৩ লাখ ৪১ হাজার ৯০০ টাকা সংগ্রহ করা হবে। আর যোগ্য বিনিয়োগকারীদের ক্ষেত্রে কাট-অব প্রাইস অনুযায়ী অর্থাৎ ৩১৫ টাকার বিপরীতে ১৩ লাখ ৭৯ হাজার ৩৬৭টি শেয়ার ইস্যু করে মোট ৬০ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৮০৫ টাকা সংগ্রহ করা হবে। সে হিসেবে ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজ সাধারণ বিনিয়োগকারী ও যোগ্য বিনিয়োগকারীদের কাছে মোট ২৯ লাখ ২৮ হাজার ৩৪২টি শেয়ার ইস্যু করে মোট ১০০ কোটি টাকা সংগ্রহ করবে।